পেশা নির্বাচনে যা লক্ষ রাখা দরকার

পেশা নির্বাচনে যা লক্ষ রাখা দরকার

খুলনার সময়: পেশা নির্বাচনের ক্ষেত্রে বেশির ভাগ মানুষ দু:শ্চিন্তায় ভোগেন। অল্প কিছু মানুষই আছেন যারা নিজের নির্বাচন করা পেশা বা ক্যারিয়ার নিয়ে অনড় থাকেন। পেশা নির্বাচন নিয়ে খুলনার সময়ের আজকের লেখায় কিছু ধারণা উপস্থাপন করা হলো:

পেশা নির্বাচনের ক্ষেত্রে সবার আগে প্রাধান্য দিন নিজের ভালো লাগাকে। আপনি যেই পেশায়ই যান কেন- সফল হতে ওই পেশার প্রতি আপনার ভালো লাগা কাজ করতে হবে। এতে করে ওই নির্দিষ্ট পেশার প্রতি কাজের প্রতি আনন্দ কাজ করবে। তাই পেশা নির্বাচনের ক্ষেত্রে সবার আগে নিজের ভালো লাগাকে প্রাধান্য দিন।

পেশা নির্বাচনের আগে ভাবুন: শিক্ষার্থীরা অনেক ভাল রেজাল্ট করার পরেও খুব নিম্ন মর্জাদার পেশায় নিয়োজিত হন। আবার অনেকেই খেই হারিয়ে ফেলেন। কারণ তার পেশা নির্বাচন ভুল ছিলো। পেশা নির্বাচন করার আগে অন্তত এখন থেকে আরো ২০ বছর আগের এবং পরের অবস্থা নিয়ে চিন্তা করুন। নির্বাচন করার পর আর পরিবর্তন করা ঠিক নয়।

পেশা নির্বাচন হোক মাধ্যমিক থেকে: প্রাইমারি লেভেলের পড়াশোনা শুরুর দিকেই ক্যারিয়ার চিন্তা থাকা ভাল। কিন্তু তখন আপনার নিজের পরিপক্কতা না থাকায় এই বিষয়টি মাধ্যমিক বা উচ্চমাধ্যমিকে নেওয়া যেতে পারে। নবম শ্রেণিতে পড়ার সময় পেশা নির্বাচন করে পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এখান থেকেই শুরু হয় বিভাগ নির্বাচন। বিজ্ঞান, ব্যবসা, মানবিক। আপনি যে পেশায় যেতে চাচ্ছেন সে অনুযায়ী নির্বাচন করুন।

পছন্দের পেশাজীবীদের থেকে জানুন: যে পেশায় যাবেন বলে ঠিক করেছেন তাতে কেমন দায়িত্ব, তার ধারণা নিয়ে নিতে পারেন। সম্ভব হলে পেশা নির্বাচনের পর ঐ পেশার কারও সাথে এক বা দুই দিন কাজ করে দেখা যেতে পারে। এটা অনেক বেশি ফলপ্রসু। তখন পড়াশোনায় নিজেকে সাজিয়ে নেওয়া যায়। সিরিয়াসনেস হওয়া যায়। আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীদের প্রথম সারির পছন্দ হচ্ছে ডাক্তারি পড়া এবং ডাক্তার হওয়া। কিন্তু কেউই অন্তঃত একদিন ডাক্তারের সাথে সময় দিয়ে বুঝে দেখেননি কিভাবে একজন ডাক্তার কাজ করেন। শুধু নির্বাচন করাই শেষ নয়। আপনার সাথে কেমন হবে সেই পেশা তা দেখা উচিত।

নিজেকে পেশার উপযোগী করে গড়ে তুলুন: আপনি নিশ্চয় পড়াশোনা করা শুরু করছেন নিজের নির্বাচন করা পেশাতে জায়গা পাবার জন্য। কিন্তু মনে রাখুন, কোনো পেশাই সফল হয় না যদি ভাল চর্চা না থাকে। পড়াশোনা, সাথে দরকার অভিজ্ঞতা।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বুধবার ,দুপুর ২:৩৬
  • ১৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৫ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন