কাজী আব্দুল্লা হিল আল কাফী: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় বিগত মৌসুমের তুলনায় এবার সোনালী ফসলে ভরে গেছে শস্য মাঠ। বিগত বছরের চেয়ে বেশি ফসল হওয়ায় কৃষকের মুখে ফুটেছে হাসি। বিভিন্ন পোকামাকড়ের আক্রমণের সকল বাঁধা পেরিয়ে হেমন্তের বাতাসে দোলা খাচ্ছে সোনালী ফসল।
হাতীবান্ধা উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কৃষক খায়রুল ইসলাম জানান, গত বছরের তুলনায় এবার ধান ক্ষেতে প্রচুর পোকামাকড় আক্রমণ করেছিল, তারপরও উৎপাদন সন্তোষজনক। এতে করে আমাদের সবার মুখে হাসি ফুটেছে। তিনি আরো জানান, এবার ধানের দাম ভালো হলে কৃষক লাভবান হবে।