প্রতিপক্ষের হামলায় সেলিম গাজী জখম: থানায় অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার গাভায় সেলিম গাজী (৩৭) নামে এক ব্যক্তিকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে। এঘটনায় গুরুত্বর জখম সেলিম গাজীর স্ত্রী রূপা পারভীন সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন সেলিম গাজীর পরিবার সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ রাত টার দিকে (তারাবির নামাজ শেষে) পেশার মাপার জন্য গাভায় সামির ডাক্তারের চেম্বারের সামনে রাস্তায় পৌছাইলে পূর্ব শত্রুতার (কলা গাছের কলা কাটাকে কেন্দ্র করে) জের ধরে মৃত বাবর আলী গাজীর ছেলে আশারুল গাজী (৪৫), শফিকুল গাজীর ছেলে ফাইম গাজী (৩০)সহ আরও ৫/৭ জন হাতে বাঁশের লাঠি ও লোহার রড নিয়ে সেলিম গাজীকে পথরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ ও এলোপাতাড়ী ভাবে লাঠি ও লোহার রড দিয়া মারপিট শুরু করে এবং আশারুল গাজী গলায় গামছা পেচাইয়া শ্বাসরোধ তাকে হত্যার চেষ্টা করে। এসময় ফাইম গাজী লোহার রড দিয়া সেলিম গাজীর বুকে, পিঠে এলোপাতাড়ীভাবে পিটিয়ে রক্তজমাট ফোলা জখম করে। লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, আশারুল গাজী সেলিম গাজীর কাছে থাকা নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা (সিবি ইলেক্টনিক্স এর কোম্পানির টাকা) নিয়ে নেয় এবং ফাইম গাজী সেলিম গাজীর হাতে থাকা ৪ আনা ওজনের ১টি সোনার আংটি খুলে নেয়। সেলিম গাজীর ডাকচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে এবং জখম অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগি পরিবারটি।

ভিডিও দেখুন 

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,রাত ১১:০৩
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১৫ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৮ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন