বিএল কলেজ শিক্ষকদের তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি শুরু

কর্মবিরতি

রিয়াদ হোসেন: দাবি পূরণ না হওয়ায় তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। মঙ্গলবার (১০ অক্টোবর) খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ প্রসাশনিক ভবনের সামনে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সদস্যরা (বিএল কলেজ শিক্ষকবৃন্দ) মানববন্ধনসহ শিক্ষক সম্মেলন কক্ষে সমাবেশ করেন৷ এ কর্মসূচীর আওতায় আগামী ১২ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকার্যক্রমসহ ভর্তি, ফরম পূরণ এবং সকল ধরনের পরীক্ষা বন্ধ থাকবে বলে জানান তারা। এর আগে পদোন্নতি, আন্তঃক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে এ কর্মবিরতির ঘোষণা দেয় সংগঠনটির নেতারা।

বিএল কলেজে আয়োজিত এ সমাবেশে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শরীফ আতিকুজ্জামান, উপাধ্যক্ষ প্রফেসর সমীর কুমার দেব, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ফারুখে আযম মু. আব্দুস ছালাম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা ইউনিটের সম্পাদক ড. মো. শামীম, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সরকারি বিএল কলেজ ইউনিটের সম্পাদক সহযোগী অধ্যাপক মো. মেজবাহ উদ্দীন, প্রফেসর খান আহমেদূল কবির, কবির আহমেদ, সহকারী অধ্যাপক শেখ আওসাফুর রহমানসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির এক বিজ্ঞপ্তিতে জানা যায়, ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি চলবে দেশের সব সরকারি কলেজ ও মাদরাসাসহ শিক্ষা সংশ্লিষ্ট সকল দপ্তর এবং অধিদপ্তরে। ফলে গত ৮ অক্টোবর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরু হলেও শিক্ষকদের কর্মবিরতির ফলে এসব শিক্ষার্থীদের ক্লাস বন্ধ থাকবে।

এছাড়া সরকারি কলেজ শিক্ষকদের এই কর্মসূচির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শিক্ষকদের ধর্মঘটের কারণে ঐ তিন দিনের সব ধরনের পরীক্ষাও স্থগিত থাকবে।

খুলনার সময়: রি/হো

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সন্ধ্যা ৬:৩৩
  • ২২ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন