বীর মুক্তিযোদ্ধা এমপি রবিকে স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা

খুলনার সময়: সাতক্ষীরা ২আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। জেলা স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র কাজী ফিরোজ হাসান ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ এহছান হাবীব অয়ন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে সদর এমপি বীর মুক্তিযোদ্ধা এমপি রবির কার্যালয়ে গিয়ে ফুলের শুভেচ্ছা জানান তারা। এসময় বীর মুক্তিযোদ্ধা এমপি রবি তাদেরকে মিস্টিমুখ করান এবং নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরিয়ে দেন। উল্লেখ্য যে, ৯ নভেম্বর বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এ কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে। এর আগে গত ২৫ সেপ্টেম্বর সাতক্ষীরা পিএন হাইস্কুল মাঠে জেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,সকাল ১১:৫৭
  • ২২ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৭ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২০ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন