ভারতে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পেটাল সেনারা

ভারতে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পিটিয়েছে সেনা সদস্যরা। সম্প্রতি দেশটির জম্মু ও কাশ্মীরের কুপাওয়াড়ার একটি থানায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনীর সদস্যরা কুপাওয়াড়ার একটি থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পিটিয়েছে। এতে করে থানার হাউস অফিসারসহ পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর তিন লেফটেন্যান্ট কর্নেলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, রাতের দিকে সেনারা থানায় প্রবেশ করেন। তবে পুলিশ সদস্যদের মারধরের ঘটনা অস্বীকার করেছে সেনাবাহিনী। তাদের দাবি, এটি একটি ছোট ঘটনা ছিল।

এ ঘটনায় অভিযুক্ত সেনাসদস্যদের বিরুদ্ধে দাঙ্গা, হত্যাচেষ্টা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে। এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকালে কুপাওয়াড়ার একটি গ্রামে এক সেনাসদস্যের বাড়িতে অভিযান চালায় পুলিশ। একটি মামলার তদন্তের জন্য ওই সেনার বাড়িতে অভিযান চালানো হয়। এরপর ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সেনাসদস্যরা থানায় যান এবং তারা পুলিশ সদস্যকে মারধর করেন।

পুলিশের অভিযোগে বলা হয়েছে, অস্ত্র ও পোশাকসহ তিন কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন। এ সময়ে কোনো ধরনের উসকানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন। এমনকি পুলিশ সদস্যদের লাথিও মারেন তারা। এ ঘটনার পর বিষয়টি দ্রুত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, আহতসদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • সোমবার ,রাত ৩:২৬
  • ২৩ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৮ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২১ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন