মাদকবিরোধী সাইকেল র‌্যালি

“নতুন বাংলায় শপথ করি, মাদক মুক্ত দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার দেবহাটা থানার পুষ্পকাটি ভাটার মাঠ প্রাঙ্গণে (২১ ডিসেম্বর) অনুষ্ঠিত হলো মাদকবিরোধী সাইকেল র‌্যালি। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেয়ার মিশন, দেবহাটা কর্তৃক আয়োজিত এই র‌্যালির শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সুপার বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উদ্যোগই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলার নির্বাহী অফিসারমোঃ আসাদুজ্জামান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মুফতি মুহাদ্দিস ডাঃ রবিউল বাশার, জামায়াতে ইসলামী সাতক্ষীরার সহকারী সেক্রেটারি মাহাবুবুল আলম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেবহাটার আহবায়ক শেখ সিরাজুল ইসলাম।সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই আয়োজনে অংশগ্রহণ করেন। র‌্যালিটি মাদকের কুফল সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী শপথ গ্রহণের মধ্য দিয়ে এই আয়োজন সম্পন্ন হয়।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • রবিবার ,ভোর ৫:২২
  • ৫ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২১ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ৫ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন