সাতক্ষীরায় বাবার কাছে মটরসাইকেল না পেয়ে জিসান (১৬) নামের এক স্কুল ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রোববার (৩ নভেম্বর) রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুলের হোস্টেলের একটি রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। আত্মহননকারী স্কুলছাত্র জিসান সাতক্ষীরার দেবহাটা উপজেলার সিয়াপাড়া এলাকার ওয়াহিদুজ্জামানের ছেলে। সে হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র।
জিসানের স্বজনরা জানায়, জিসানের বাবা ও মা বর্তমানে ভারতের তামিল নাড়ুতে অবস্থান করছেন। কাজের জন্য বেশ কিছুদিন আগে তারা সেখানে গিয়েছেন। জিসান তার বাবার কাছে দীর্ঘ দিন ধরে একটি মটরসাইকেল কিনে দেওয়ার আবদার করছিল। দারিদ্র বাবা তার ছেলের মটর সাইকেল কিনে দেয়ার আবদার পূরণ করতে ব্যার্থ হওয়ায় রোববার রাতে জিসান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিসান নামের এক যুবক আত্মহত্যা করেছে। কালিগঞ্জ থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। তার মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরে বলেন, ছেলেটি তার বাবার নিকট একটি মটরসাইকেল কিনে দেওয়ার জন্য বলে। কিন্তু বাবা মটরসাইকেল কিনে না দেওয়ায় সে অভিমানে আত্মহত্যা করেছে।