সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

আনারুল ইসলাম (রনি) : সাতক্ষীরা জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরী ( দাহ্য পদার্থ বহনকারী ব্যাতীত) শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং – খুলনা ১২৭৫/৯৮) এর সাধারণ সভা – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ শে জানুয়ারী) শ্রমিক ভবন ভিআইপি ট্রাক টার্মিনাল ইউনিয়ন ( আলিপুর) চত্বরে সংগঠনের বিদায়ী সভাপতি মো. আজিজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর ২ আসনের সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, ৭ নং আলীপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুর রউফ । অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা সভাপতি ও উক্ত ইউনিয়নের প্রধান উপদেষ্টা শেখ সাইফুল করিম সাবু। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশিদ,জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরী ( দাহ্য পদার্থ বহনকারী ব্যাতীত) শ্রমিক ইউনিয়ন এর সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। এসময় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের সহকারী পরিচালক মো. মাহাবুব আলম, শ্রম কর্মকর্তা গণেশ চন্দ্র বসু, পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ট্যাংকলরী ( দাহ্য পদার্থ বহনকারী ব্যাতীত) শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক শেখ শাহাঙ্গীর হোসেন (শাহীন)।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • বৃহস্পতিবার ,সকাল ১১:৩২
  • ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৬ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন