সাতক্ষীরায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান কার্যক্রম শুরু

সাতক্ষীরায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে ১৮ দিনব্যাপী এইচপিভি টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

এসময় উপস্থিতি ছিলেন, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদ, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, এই ক্যাম্পেইনের আওতায় সাতক্ষীরা জেলার ১ হাজার ৭৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৬১৪টি কেন্দ্রে ৫ম থেকে ৯ম শ্রেণীর ৮৫ হাজার ১০৭ জন ছাত্রী এবং কমিউনিটি পর্যায়ে ১ হাজার ৯০৪টি কেন্দ্রে ১০ থেকে ১৪ বছর বয়সী ৩ হাজার ৩৪৪ জনকে এক ডোজ করে এইচপিভি টিকা প্রদান করা হবে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শুক্রবার ,সকাল ৮:৪৯
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ১২ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ২৫ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন