সাতক্ষীরায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

শেখ হাসিনার বাংলাদেশ ‘ক্ষুধা হবে নিরুদ্দেশ এই স্লোগানকে সামনে রেখে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ/ ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার সকাল ১০ টায় সদর খাদ্য গুদাম, সাতক্ষীরার আয়োজনে সাতক্ষীরা সদর খাদ্য গুদাম চত্বরে সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনি, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জাকির হোসেন, সদর খাদ্য গুদাম ইনচার্জ এস এম আমিনুর রহমান বুলবুল, জেলা রাইচ মিল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সবুর, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল গফফার প্রমূখ। সাতক্ষীরা সদর উপজেলার সিদ্ধ চাউল সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭. ৩১১ মেট্রিক টন আতপ চাল ১ শ ৫৬. ৯শ ৯০ মেট্রিক টন, গম ৪৩ মেট্রিক টন এবং ধান লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ২১৮২ মেট্রিক টন। এসময় সদর খাদ্য গুদাম চত্বরে সাতক্ষীরা – ০২ আসনের সংসদ সদস্য সহ অতিথি বৃন্দ দুটি ফলজ বৃক্ষরোপণ করেন। এসময় বিভিন্ন কর্মকর্তা, মিল মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

খুলনার সময়

একটি সৃজনশীল সংবাদপত্র

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • মঙ্গলবার ,সকাল ৭:৩৮
  • ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ৩০ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৪ রজব, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন