সাতক্ষীরায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদ্বোধন

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ

মাসুদ আলী: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২ অক্টোবর) সকাল ১০টায় জেলা প্রশাসক ও বাংলাদেশ শিশু একাডেমি সাতক্ষীরার আয়োজনে শিশু একাডেমি মিলনায়তনে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি শেখ ফারুকুজ্জামান ডেবিট, মোস্তাক আহমেদ।  শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর মধ্যে রয়েছে আমার কথা শোন, ছোটরা বলবে বড়রা শোনবে, শীর্ষক মতবিনিময় সভা, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু, শ্রমজীবী শিশু ও সাধারণ শিশুদের নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে উক্ত প্রতিযোগিতা আয়োজন করা হবে। আগামী ৮ অক্টোবর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে সপ্তাহ ব্যাপি কর্মসূচি শেষ হবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিশু একাডেমির লাইব্রেরীয়ান শেখ রফিকুল ইসলাম।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের পড়ার সুযোগ করে দিন।

আমাদের ফেসবুক পেজ

আজকের দিন-তারিখ

  • শনিবার ,রাত ৮:৩৩
  • ২১ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • ৬ পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৯ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিন