গাজার আবাসিক এলাকার বিদ্যুৎ শক্তির একমাত্র উৎস সোলার প্যানেল লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইসরায়েল। ৭ অক্টোবর হামাসের হামলার পরই ইসরায়েল অবরুদ্ধ গাজায় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়। শনিবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে সৌর প্যানেল লক্ষ্য করে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী।
গাজার এক সাংবাদিক জানিয়েছেন, সবশেষ সোলার প্যানেল ও জেনারেটর লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে ইসরায়েল। ওই সাংবাদিক আরো দাবি করেছেন, তিনি বাড়ির ছাদে বসানো কয়েকটি সোলার প্যানেল লক্ষ্য করে হামলা চালাতে নিজেই দেখেছেন। বর্তমানে সৌর বিদ্যুতই গাজার বাসিন্দাদের ফোন চার্জে দেওয়ার একমাত্র উপায়। যা দিয়ে তারা বিশ্বের সাথে যোগাযোগ রক্ষার চেষ্টা করছেন।